ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

শহীদ ওসমান হাদির স্মৃতিতে মুকুট মাথায় নিয়ে লড়বেন মেঘনা আলম

২০২৬ জানুয়ারি ২৭ ১৮:৫০:১১

শহীদ ওসমান হাদির স্মৃতিতে মুকুট মাথায় নিয়ে লড়বেন মেঘনা আলম

বিনোদন ডেস্ক: ঢাকা-৮ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগে শহীদ ওসমান হাদি নির্বাচনী লড়াই শুরু করেছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

এবার ঢাকা-৮ আসনে ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মেঘনা আলম ট্রাক মার্কা নিয়ে নির্বাচনী লড়াই চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় সরব মেঘনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত পোস্ট করছেন। এক পোস্টে তিনি শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানান।

মেঘনা আলম লিখেছেন, জয়ী হলে প্রথম দিন সংসদে বসার সময় তার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট এবং ব্যাগে থাকবে শহীদ ওসমান হাদির কবরের মাটি।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে মেঘনা আরও বলেন, “কোনো নারীকে হয়রানি করা যাবে না। কোনো পুরুষকে বিচারহীনতার শিকার হতে দেওয়া হবে না।”

মেঘনা আলম আরও জানিয়েছেন, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব পাবে। তিনি বলেন, “এলাকায় আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।”

তাঁর নির্বাচনী পরিকল্পনায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল করতে পারে এবং সাইকেল ব্যবহার করতে পারে। এছাড়া ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত