ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গু-লি

২০২৫ জুলাই ১১ ১৩:১১:৩৩

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গু-লি

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা সম্প্রতি কানাডার একটি শহরে ‘ক্যাপস ক্যাফে’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। অভিনয়ের মঞ্চ থেকে ব্যবসার জগতে পা রাখলেও শুরুতেই চরম বাধার সম্মুখীন হলেন তিনি। সম্প্রতি অজ্ঞাত বন্দুকধারীদের একটি দল ক্যাফেটিতে সশস্ত্র হামলা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ১টার দিকে একটি গাড়িতে করে আসা হামলাকারীরা ক্যাফের বাইরে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে সে সময় ক্যাফেটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে আশপাশের এলাকা থমকে যায় এবং স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। তারা নিশ্চিত করেছে যে হামলাকারীরা অন্তত ছয় রাউন্ড গুলি ছুঁড়েছে।

এ ঘটনার পর কপিল শর্মার প্রতিনিধি দল থেকে জানানো হয়েছে, ‘ক্যাপস ক্যাফে’ অভিনেতার স্বপ্নের একটি প্রকল্প। তিনি বর্তমানে কানাডায় না থাকলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন।

এদিকে, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কপিল শর্মার কিছু সাম্প্রতিক মন্তব্যের কারণে তাদের সংগঠন এই হামলার সিদ্ধান্ত নেয়।

ঘটনাটি নিয়ে কানাডা ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী নিবিড়ভাবে কাজ করছে বলে জানা গেছে। কপিল শর্মা ভক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে তার নিরাপত্তা ও ক্যাফের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত