ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মিটফোর্ডের চাঞ্চল্যকর ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১১ ২১:০৭:৫৮
মিটফোর্ডের চাঞ্চল্যকর ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অস্ত্রসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় র‍্যাব ও পুলিশের হাতে মোট চারজন গ্রেপ্তার হলো।

বুধবার (৯ জুলাই) বিকেলে হাসপাতালের তিন নম্বর গেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩৯ বছর বয়সী লাল চাঁদ ওরফে সোহাগের বোন এ ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর আগে এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ব্যবসায়িক বিরোধ এবং পুরনো শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা প্রকাশ্যে লাল চাঁদকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং পরে পাথর দিয়ে মাথা থেঁতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জনবহুল এলাকায়, দিনের আলোয় এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে মধ্যযুগীয় নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত