ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
বিমানবন্দরে চোখে পানি, বিষণ্ন নোরা ফাতেহি
চলচ্চিত্রপ্রেমীদের কাছে নোরা ফাতেহি মানে এক উচ্ছ্বসিত মুখ, আত্মবিশ্বাসে ভরপুর উপস্থিতি ও মঞ্চজুড়ে মনমুগ্ধকর নাচের পারফরম্যান্স। তবে রোববার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে দেখা গেল একেবারেই ভিন্ন চেহারার এক নোরাকে—নীরব, বিমর্ষ, চোখে পানি।
কালো পোশাকে আবৃত, চোখে রোদচশমা পরা নোরা ফাতেহি বিমানবন্দরে নামার পর দ্রুত ভেতরে চলে যান, পিছনে পাপারাজ্জির ভিড় থাকলেও তাঁর দেহরক্ষীরা সেই ভিড় ঠেলে পথ করে দেন। সে সময় স্পষ্টই বোঝা যাচ্ছিল, প্রচণ্ড এক শোক তাকে গ্রাস করেছে, যা কোনোভাবে চাপা দিতে পারেননি এই তারকা।
এই ঘটনার পরপরই নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” এই বাক্য থেকেই ধারণা পাওয়া যায়—তিনি হারিয়েছেন তাঁর কোনো প্রিয়জনকে। তবে কে সেই আপনজন, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি।
পেশাগত দিক দিয়ে যখন তিনি ক্যারিয়ারের উচ্চতায়, ঠিক তখনই এই শোক তাঁকে ভেঙে দিয়েছে। চোখের জল যেন বলে দিচ্ছিল, স্টারডমের আড়ালে তারকারাও রক্ত-মাংসের মানুষ—যাদের ভেতরে আছে আবেগ, ভালোবাসা ও হারানোর বেদনা।
সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই শোকের সময়টিতে সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আল্লাহ তোমার প্রিয়জনকে জান্নাত দান করুন”, আবার কেউ বলেছেন, “এই কঠিন সময় যেন তুমি ধৈর্যের সঙ্গে কাটিয়ে উঠতে পারো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ