ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতি

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুলাই ০৬ ১৯:৪৯:৪৮
বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতি

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করে আজও আবেগে ভাসেন তার অগণিত শ্রোতা ও কাছের মানুষজন। ঠিক যেমন ভেসেছেন তার প্রিয় বন্ধু, ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে হানিফ সংকেত লিখেছেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। সেই গানের জন্যই মানুষ তাকে ভালোবেসেছিল, উপাধি দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’।"

বন্ধুত্বের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, “প্রায় চার দশকের সম্পর্ক ছিল আমাদের। কিশোর যেমন দরাজ কণ্ঠে প্রাণ খুলে গান গাইতে পারতো, তেমনি সহজভাবেই সবার সঙ্গে মিশে যেতে পারতো। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, দেশ-বিদেশ ঘুরেছি, ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী হিসেবেও তাকে পেয়েছি পাশে।”

লেখার শেষে হানিফ সংকেতের কণ্ঠে ভালোবাসা আর শূন্যতার মিশেল: “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারবো না। শান্তিতে থেকো।”

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর থেমে যায় তার সুরেলা কণ্ঠ। জীবদ্দশায় প্রায় ১৫ হাজার গান গাওয়া এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ৮ বার। আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে তিনি রয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার অনন্য আসনে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত