ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতি

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করে আজও আবেগে ভাসেন তার অগণিত শ্রোতা ও কাছের মানুষজন। ঠিক যেমন ভেসেছেন তার প্রিয় বন্ধু, ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হানিফ সংকেত লিখেছেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। সেই গানের জন্যই মানুষ তাকে ভালোবেসেছিল, উপাধি দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’।"
বন্ধুত্বের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, “প্রায় চার দশকের সম্পর্ক ছিল আমাদের। কিশোর যেমন দরাজ কণ্ঠে প্রাণ খুলে গান গাইতে পারতো, তেমনি সহজভাবেই সবার সঙ্গে মিশে যেতে পারতো। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, দেশ-বিদেশ ঘুরেছি, ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী হিসেবেও তাকে পেয়েছি পাশে।”
লেখার শেষে হানিফ সংকেতের কণ্ঠে ভালোবাসা আর শূন্যতার মিশেল: “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারবো না। শান্তিতে থেকো।”
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর থেমে যায় তার সুরেলা কণ্ঠ। জীবদ্দশায় প্রায় ১৫ হাজার গান গাওয়া এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ৮ বার। আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে তিনি রয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার অনন্য আসনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ভারতের ২৫০ সেনা নিহত
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা