ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাঁচ ইরানি চলচ্চিত্র নির্মাতাকে সম্মানিত করল অস্কার একাডেমি

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুন ৩০ ২২:২২:২৮
পাঁচ ইরানি চলচ্চিত্র নির্মাতাকে সম্মানিত করল অস্কার একাডেমি

চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি অস্কার প্রদানের প্রতিষ্ঠান ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর সদস্যপদ পেয়েছেন পাঁচজন ইরানি চলচ্চিত্র নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন হোসেইন মোলায়েমি, শিরিন সোহানি, সাইদ রুস্তাই, পেমান মাদি এবং আলী গাজী।

চলচ্চিত্র জগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের জন্য তাদের এই আমন্ত্রণ জানানো হয়েছে।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং বলেন, “আমরা এই প্রতিভাবান শিল্পীদের আমাদের সংস্থায় আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। তাদের কাজ বিশ্ব চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ বছরের মার্চে হোসেইন মোলায়েমি ও শিরিন সোহানি ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’ অ্যানিমেটেড শর্ট ফিল্মের মাধ্যমে ৯৭তম একাডেমি পুরস্কারে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে বিজয়ী হন। এটি ছিল প্রথমবারের মতো কোনো ইরানি অ্যানিমেটেড বা লাইভ-অ্যাকশন শর্ট ফিল্মের অস্কার জয়।

তেহরান ইউনিভার্সিটি অব আর্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মোলায়েমি ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি পরিচালনা, চরিত্র নকশা, স্টোরিবোর্ড এবং অ্যানিমেশন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করেছেন। শিরিন সোহানি ২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করে পরিচালনা, ধারণা নির্মাণ, পটভূমি চিত্রায়ন, চিত্রনাট্য লেখা ও প্রযোজনা ক্ষেত্রে অবদান রেখেছেন।

৩৫ বছর বয়সী সাইদ রুস্তাই ‘লায়লার ব্রাদার্স’, ‘ল অব তেহরান’, ‘লাইফ অ্যান্ড অ্যা ডে’ ও ‘ওম্যান অ্যান্ড চাইল্ড’ সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত। এই আমন্ত্রণ ইরানি চলচ্চিত্র জগতের জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত