ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

'পরিবেশ ধ্বংস হলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১১ ২০:৪৫:০৫
'পরিবেশ ধ্বংস হলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে'

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, "পরিবেশ ধ্বংস হলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে। পরিবেশের অধিকার এখন জীবনের অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পরিবেশ বিপন্ন হলে আপনার জীবনও বিপন্ন হবে।"

শুক্রবার (১১ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. কে. খান আইন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত ‘র‍্যাংকন প্রেজেন্টস এসসিএলএস ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)' আয়োজিত দেশের অন্যতম বৃহৎ এই আইনভিত্তিক প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য 'জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার'।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমরা যখন দেখি কোনো স্বজন শ্বাসকষ্টে ভুগছেন, নদীগুলো পলিথিনে ভরে নাব্যতা হারাচ্ছে, কিংবা কারখানার কালো ধোঁয়ায় দেশের মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন—তখনই উপলব্ধি করি, পরিবেশ রক্ষা কতটা জরুরি। এটি এখন শুধু একটি জাতীয় এজেন্ডা নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন।” তিনি পরিবেশ রক্ষার জন্য সামগ্রিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী এই অলিম্পিয়াডে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতাটি পাঁচটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে: পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন সেশন জজ মো. জাকির হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার।

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, আইন শুধু বইয়ে নয়, হাতে-কলমে শেখার বিষয়। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য বাস্তব অনুশীলনের সুযোগ করে দিয়েছে। তিনি আরও বলেন, মৌলিক অধিকার নিয়ে যতটা আলোচনা হয়, পরিবেশের অধিকার নিয়ে ততটা হয় না, যদিও এই অধিকার মৌলিক অধিকারেরই সম্প্রসারিত রূপ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এহসানুল করিম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. রাকিবা নবী এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আয়োজক সংগঠন এসসিএলএস-এর চেয়ারপার্সন তাফহিম উল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত