ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কাদের বিরুদ্ধে এনসিপির আগামীর আন্দোলন, জানালেন নাহিদ ইসলাম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১১ ১৭:৪৩:৩৩
কাদের বিরুদ্ধে এনসিপির আগামীর আন্দোলন, জানালেন নাহিদ ইসলাম

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা দুর্নীতি করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাজির বিরুদ্ধে।”

জুলাই পদযাত্রার ১১তম দিনে শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোরে জজকোর্ট মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাম উল্লেখ না করে বিএনপির উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জনগণের সঙ্গে ইনসাফ করা লোক চায়।”

এ সময় এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন বলেন, “সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। তিনি আরও বলেন, বাংলাদেশর মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নেবো না।”

দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১২টার দিকে যশোর শহরের রেলরোডস্থ চার খাম্বার মোড়ে অবস্থিত একটি অভিজাত হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতৃবৃন্দ। এরপর স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় করে তারা পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

পথসভা শেষে এনসিপির প্রতিনিধি দল খুলনার উদ্দেশে যাত্রা করে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত