ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
বিমানবন্দরে বোমাতঙ্ক: ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে হুমকি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু রুটের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফ্লাইট ছাড়ার ঠিক আগ মুহূর্তে অজ্ঞাত একটি ফোন কল থেকে এই হুমকি দেওয়া হয়, যার পরপরই বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটটি শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের জন্য নির্ধারিত ছিল। যাত্রীরা বিমানে ওঠার পর এবং ফ্লাইট ছাড়ার চূড়ান্ত প্রস্তুতির মুহূর্তে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে ফ্লাইটে বোমা রাখা আছে বলে জানানো হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বিমানের সব যাত্রীকে নিরাপদে টার্মিনাল ভবনে ফিরিয়ে আনা হয়। এরপর বিমানটিকে বিমানবন্দরের একটি নিরাপদ স্থানে (আইসোলেশন বে) সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, "যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হুমকির পরপরই আমরা সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনি এবং বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) অবহিত করি।"
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র, স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানিয়েছেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজটিতে নিবিড় তল্লাশি অভিযান শুরু করেছে। তিনি আরও বলেন, "বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা ইউনিট, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একযোগে কাজ করছে।"
এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা তল্লাশি এবং ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে।যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। কে বা কারা এই হুমকি দিয়েছে তা শনাক্ত করতে এবং তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা