ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

নির্বাচনেই স্পষ্ট হবে কার ভিত্তি কতটা শক্তিশালী: দুদু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১১ ১৪:৫৬:১৯
নির্বাচনেই স্পষ্ট হবে কার ভিত্তি কতটা শক্তিশালী: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাইছেন না। নির্বাচনেই স্পষ্ট হবে কার ভিত্তি কতটা শক্তিশালী। সেজন্য সুষ্ঠু নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “কায়দা-কৌশল করে কখনো সংস্কার, কখনো বিচার বা নানা ইস্যু সামনে এনে নির্বাচনকে ঠেকানোর চেষ্টা চলছে, যা মানুষ কোনভাবেই আশা করে না।”

তিনি অভিযোগ করেন, কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনীতিক মনে করছেন, কেবল তারাই ক্ষমতায় আসতে পারেন। অথচ বিএনপি অতীতেও জনগণের সমর্থন নিয়ে বারবার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে।

তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডনের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বৈঠকের আগে দেশে চরম অস্থিরতা ছিল, কেউ কাউকে বিশ্বাস করত না। বৈঠকের পর একটা আশাব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছে—নির্বাচন হবে বলে একটা আভাস এসেছে। আমি সরকারকে অনুরোধ করব—আগামী বছরের ফেব্রুয়ারির শুরু হোক বা মাঝামাঝি, নির্দিষ্ট করে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাতে চলমান সংকট অনেকটাই প্রশমিত হবে।”

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির আহ্বায়ক আরও বলেন, “যারা আন্দোলনে রক্ত দিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার দায়িত্ব সরকার যেমন নিচ্ছে, বিএনপিও নিচ্ছে। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।”

গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে শামসুজ্জামান দুদু বলেন, “স্বৈরশাসন যেন দেশে আবার ফিরে না আসে, সেটি নিশ্চিত করার একমাত্র পথ গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এটা সরকারকে বুঝতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগের আগামী ১০০ বছরের মধ্যে ফিরে আসার সম্ভাবনা নেই। কারণ, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতিকে হত্যা করেছে।” তিনি আরও বলেন, “জনবিচ্ছিন্নতা, দমন-পীড়ন আর একতরফা শাসনের মাধ্যমে দলটি যে দূরত্ব তৈরি করেছে, তা সহজে পূরণ হবার নয়। মানুষ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য একটি সু্ষ্ঠু নির্বাচন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত