ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ফের সীমান্তে পুশ ইন: নারী-শিশুসহ আটক ১০

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক ফেরত পাঠানো (পুশ ইন) ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ জুলাই) ভোরে পানিহাটা সীমান্তের ১১১৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে চারজন নারী, চারজন শিশু এবং দুজন পুরুষ রয়েছেন।
বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, আটককৃতরা সকলেই সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের একই পরিবারের সদস্য। তারা প্রায় দুই বছর আগে চিকিৎসার জন্য অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের নয়াদিল্লির ফরিদাবাদে গিয়েছিলেন। সেখানে পরিবারের একজন সদস্য মারা যাওয়ার পর বাকিরা জীবিকার তাগিদে শ্রমিকের কাজ শুরু করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ একটি বিশেষ অভিযানে তাদের আটক করে। বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃতদের নয়াদিল্লি থেকে বিমানযোগে আসামের গৌহাটিতে আনা হয়েছিল এবং সেখান থেকেই শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। খবর পেয়ে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
এই ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের অধিকতর তদন্ত এবং যাচাই-বাছাইয়ের জন্য নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, যেহেতু তাদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে, তাই তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না। প্রশাসনিক প্রক্রিয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে কথিত অবৈধ অভিবাসীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এটিকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। এই ঘটনাগুলো দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ