ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ট্রাম্পের আরেক আদেশ আটকে দিল আদালত
.jpg)
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ স্থগিত করেছেন নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন বলে জানিয়েছে আল জাজিরা।
ধারণা করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করতে পারে।
গর্ভবতী অভিবাসী নারী, অভিবাসী বাবা-মা ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তাদের শিশুদের পক্ষে মামলাটি দায়ের করে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)। মামলায় ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে পারে এমন শিশু ও তাদের পরিবারের জন্য ‘ক্লাস অ্যাকশন স্ট্যাটাস’ চাওয়া হয়।
বিচারক তার রায়ে এই ‘ক্লাস অ্যাকশন স্ট্যাটাস’ অনুমোদন করেছেন। তবে তা শুধুমাত্র সেই শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা আদেশের কারণে সরাসরি প্রভাবিত হবে। তাদের বাবা-মায়েরা এর আওতায় পড়বেন না।
বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কার্যকারিতা সাময়িকভাবে আটকে দিতে একটি প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছেন।
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর আওতায় জন্মসূত্রে নাগরিকত্ব একটি সাংবিধানিক অধিকার হিসেবে সুরক্ষিত। এই সংশোধনীতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল ব্যক্তি এ দেশের নাগরিক।”
দীর্ঘ কয়েক দশক ধরে এই ধারাটি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেকের নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যবহৃত হয়ে আসছে।
ট্রাম্পের যুক্তি ছিল, অনুমোদনহীন অভিবাসীরা মার্কিন আইনের আওতায় পড়েন না। তাই তাদের যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তানদের নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত নয়।
দ্বিতীয় মেয়াদের শুরুতেই ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশ জারি করেন। তবে সমালোচকরা সতর্ক করেছেন, এ সিদ্ধান্তের ফলে অনেক নবজাতক শিশু রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে।
সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরও, ক্লাস অ্যাকশন মামলার বিশেষ আইনি সুযোগ কাজে লাগিয়ে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে সাময়িক আইনি বাধা সৃষ্টি করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর একাধিক নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটির বিভিন্ন আদালত ট্রামের কয়েকটি আদেশ আটকে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
- শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক