ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মার্কিন সমর্থনে ইসরায়েল 'নিখুঁত অপরাধ' করছে

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১১ ১৯:৩৭:২৪
মার্কিন সমর্থনে ইসরায়েল 'নিখুঁত অপরাধ' করছে

গাজায় চলমান আগ্রাসনে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে একটি 'নিখুঁত অপরাধ' (perfect crime) সংঘটিত করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনই তাদের এই দায়মুক্তি দিয়েছে।

শুক্রবার (১১ জুলাই) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তামের কারামাউত।

তিনি বলেন, "আমাদের চোখের সামনে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি নজরদারির মধ্যেই একটি নিখুঁত অপরাধ সংঘটিত হওয়ার যাবতীয় প্রমাণ রয়েছে। ইসরায়েল সম্পূর্ণ সুরক্ষিত বোধ করছে, কারণ তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের পেছনে রয়েছে। এই সমর্থনের কারণেই তারা লাগামহীনভাবে এই আগ্রাসন চালিয়ে যেতে পারছে।"

অধ্যাপক কারামাউত আরও জোর দিয়ে বলেন, "যদি মার্কিন সমর্থন না থাকত, তাহলে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। দুঃখজনক হলেও সত্য, এটি যুক্তরাষ্ট্রের সাথে একটি অত্যন্ত সু-সমন্বিত যুদ্ধ, যেখানে ইসরায়েল এবং মার্কিন—উভয়ের স্বার্থই জড়িত।"

অধ্যাপক কারামাউতের এই বিশ্লেষণ এমন এক সময়ে এলো, যখন গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। গাজার প্রায় সমগ্র জনগোষ্ঠী বাস্তুচ্যুত এবং তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে।

আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচার চলছে এবং আদালত ইতোমধ্যে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগসহ বেসামরিক নাগরিকদের রক্ষা করতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। পাশাপাশি, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।

এইসব আন্তর্জাতিক আইনি পদক্ষেপ সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে এবং ইসরায়েলে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানো অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, এই দ্বিমুখী নীতিই অধ্যাপক কারামাউতের 'দায়মুক্তি' এবং 'সমন্বিত যুদ্ধ'-এর তত্ত্বকে আরও শক্তিশালী করে তুলেছে, যা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অভিযান চালিয়ে যেতে উৎসাহিত করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত