ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টিকটকের জন্য বাবার হাতে প্রাণ গেল কিশোরীর

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১১ ১৯:০৩:১৪
টিকটকের জন্য বাবার হাতে প্রাণ গেল কিশোরীর

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সক্রিয় থাকার কারণে নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, এটি একটি ‘অনার কিলিং’ বা ‘সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ড’।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বাবা তার মেয়েকে বারবার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু মেয়েটি তার কথায় রাজি না হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে পরিবার প্রথমে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। তবে, পুলিশের নিবিড় তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে এবং বাবাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, প্রায়ই মারাত্মক সহিংসতাকে উস্কে দিচ্ছে। মাত্র এক মাস আগেই, জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফকে (১৭) গুলি করে হত্যা করা হয়। সানার লাখ লাখ অনুসারী ছিল এবং তিনি প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনা পাকিস্তানে নারীর প্রতি সহিংসতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ঝুঁকিকে আরও একবার সামনে এনেছে। দেশটিতে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম অনেক বছর ধরেই রয়েছে। ২০১৯ সালের এক সূচকে নারী, শান্তি ও নিরাপত্তার দিক থেকে ১৬৭টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ছিল ১৬৪তম। হিউম্যান রাইটস ওয়াচের একটি সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানে ১০ থেকে ২০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত