ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এবার আমেরিকাকে ২ শর্ত দিল ইরান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১১ ১১:৫৩:১৮
এবার আমেরিকাকে ২ শর্ত দিল ইরান

সম্মান ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে তার আগে ওয়াশিংটনকে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফরাসি পত্রিকা লে মনডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের প্রতি পূর্বের আচরণের জন্য ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আলোচনার সময় আর কোনো সামরিক হামলা চালানো হবে না— এ নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, “কূটনীতি একমুখী পথ নয়। যুক্তরাষ্ট্রই আগে আলোচনার টেবিল ছেড়ে সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছিল। এখন তাদের সেই ভুলের দায় নিতে হবে এবং নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে।”

আরাকচি জানান, কিছু ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ ও মধ্যস্থতাকারীর মাধ্যমে একটি ‘ডিপ্লোম্যাটিক হটলাইন’ গঠনের উদ্যোগ চলছে যার মাধ্যমে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণের পর ক্ষতিপূরণ দাবি করা হবে। “শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে একটি জাতিকে থামিয়ে দেওয়া— এটি এক বিপজ্জনক ভুল ধারণা” বলেন তিনি।

আরাকচি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর পর্যবেক্ষণে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে। এতে কখনো অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি যা IAEA একাধিকবার নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু স্থাপনায় নয় বরং আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তির (NPT) মূল নীতিমালার ওপরও আঘাত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, “যদি যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা সামরিক হুমকি অব্যাহত রাখে তাহলে সম্ভাব্য আলোচনার সব পথই বন্ধ হয়ে যাবে।”

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গত ১৩ জুন ইসরায়েলের এক আগ্রাসী হামলায় ইরানের উচ্চপর্যায়ের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই হামলায় অংশ নেয়। তারা জাতিসংঘ সনদ ও NPT লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ২৪ জুন একতরফাভাবে হামলা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল যা প্রকাশ্যে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত