ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৮ ১১:০৮:৩৪
বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুন এলাকায় পদাতিক সেনারা একটি স্থল অভিযান চালানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা হেঁটে চলছিলেন, কোনো যানবাহনে ছিলেন না। বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং বাকিরা আহত হন।

নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। দু’জনই জেরুজালেমের বাসিন্দা এবং নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বাকি নিহতদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

ঘটনার পর হতাহতদের উদ্ধারে গেলে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানায়, সেনাদের অভিযান শুরুর আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়েছিল। এরপরও তারা প্রতিরোধের মুখে পড়ে।

নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীন থেকে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নিচ্ছিলেন। এই অভিযানের লক্ষ্য ছিল—এলাকায় থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত