ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৩ ২১:২৫:৫৮
ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে বসতি স্থাপন নিয়ে নিজ সরকারের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, তিনি ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু মন্ত্রিসভায় সেই প্রস্তাবের জন্য প্রয়োজনীয় সমর্থন পাননি।

এক বিবৃতিতে ফেল্ডক্যাম্প বলেন, "আমি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে বাড়তি পদক্ষেপ নেওয়ার বিষয়টি তুলেছিলাম। কিন্তু মন্ত্রিসভায় তাতে বাধার সম্মুখীন হয়েছি।" এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন।

নেদারল্যান্ডসে গত ৩ জুন জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে একটি অন্তর্বর্তীকালীন সংখ্যালঘু সরকার দেশ পরিচালনা করছে। আগামী অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই সরকারই দায়িত্বে থাকবে। ফেল্ডক্যাম্পের এই পদত্যাগ দেশটির অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন রাজনৈতিক চাপের মুখে ফেলল।

তার পদত্যাগের দিনই জাতিসংঘের সহায়তায় পরিচালিত একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা জানায়, গাজা সিটি ও এর পার্শ্ববর্তী এলাকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। যদিও ইসরায়েল এই প্রতিবেদনকে 'ভুয়া' বলে প্রত্যাখ্যান করেছে।

একই সময়ে, ইসরায়েল গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে এবং দখলকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

নেদারল্যান্ডস আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষার ক্ষেত্রে বরাবরই সোচ্চার। এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে সরকারের নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত