ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিজেপিকে 'ফ্যাসিবাদী' আখ্যা দিয়ে ঝড় তুললেন থালাপতি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৩ ১৮:৪৫:২৮
বিজেপিকে 'ফ্যাসিবাদী' আখ্যা দিয়ে ঝড় তুললেন থালাপতি

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে পা রেখেই ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছেন। নিজের নতুন রাজনৈতিক দল 'তামিলাগা ভেট্রি কাজাগাম' (টিভিকে)-এর বিশাল সমাবেশে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে 'ফ্যাসিবাদী' এবং 'আদর্শগত শত্রু' হিসেবে আখ্যা দিয়েছেন। একইসাথে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-কে 'একমাত্র রাজনৈতিক শত্রু' বলে ঘোষণা করেছেন।

শনিবার (২৩ আগস্ট) মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে লক্ষ লক্ষ সমর্থকের সামনে বিজয় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।"

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে না গিয়ে 'একলা চলো' নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, "সিংহ সব সময়ই সিংহ। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। আর সেই সিংহই জঙ্গলের রাজা।"

তামিল রাজনীতির ইতিহাসে ১৯৬৭ ও ১৯৭৭ সালের পালাবদলকে স্মরণ করে তিনি ভবিষ্যদ্বাণী করেন, "২০২৬ সালেও সেই রকম এক রাজনৈতিক জাদু ঘটবে এবং নতুন শক্তির উত্থান হবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় বলেন, "আপনি হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনার যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।" তিনি শিক্ষার্থীদের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।"

২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই থালাপতি বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই আক্রমণাত্মক ভঙ্গি এবং স্পষ্টভাষী বক্তব্য প্রমাণ করে যে, তিনি ডিএমকে এবং এআইএডিএমকে-এর বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত