ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ইরানে হামলা নিয়ে ‘সত্য’ ফাঁস, পদ হারালেন মার্কিন গোয়েন্দা প্রধান
ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক তথ্য ফাঁস হওয়ায় বড় ধরনের খেসারত দিতে হলো যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা (ডিআইএ)-এর প্রধানকে। তথ্য ফাঁসের জেরে ডিআইএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। প্রতিরক্ষা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত
গত জুনে ইরান-ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে 'অপারেশন মিড নাইট হ্যামার' নামে একটি সংক্ষিপ্ত অভিযান পরিচালনা করে। এই অভিযানে ইরানের ফার্দো, নাতানজ এবং ইসফাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেছিলেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনার যে ক্ষতি হয়েছে, তা দেশটি কাটিয়ে উঠতে পারবে না।
গোপন প্রতিবেদনে যা ছিল
তবে সম্প্রতি ডিআইএ-এর একটি গোপন প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, "এটা সত্য যে মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, কিন্তু ইরান সেই ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে। আমাদের হাতে থাকা তথ্য এমনটাই বলছে।"
এই প্রতিবেদনের তথ্য ফাঁস হয়ে গেলে তীব্র বিব্রত ও ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তাদের দাবি, এই তথ্য ফাঁস হওয়ার ফলে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে ব্যর্থ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।
এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, "কোনো একটি মহল জলঘোলা করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফল ছিল না।" মূলত এই ক্ষোভের জেরেই ডিআইএ প্রধানকে তার পদ হারাতে হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন