ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
একাত্তরের বিরোধ নিষ্পত্তিতে প্রস্তুত পাকিস্তান: এনসিপি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে প্রধান অন্তরায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো। ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই ইস্যুগুলো দ্রুত সমাধানের জোরালো আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা পাকিস্তানের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ধারণাকে তুলে ধরার চেষ্টা করেছি। দুই দেশের শত্রুতাপূর্ণ সম্পর্ক থেকে উন্নতির সুযোগ থাকলেও, সেজন্য বাংলাদেশের জনগণের অনুভূতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।"
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী জানান, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, "ভারতের কারণে নিষ্ক্রিয় হয়ে থাকা সার্ককে কীভাবে পুনরায় সক্রিয় করা যায়, তা নিয়ে কথা হয়েছে। এছাড়া নদীর পানি সমস্যা এবং ওষুধশিল্পে পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলোও উঠে আসে।"
একাত্তরের বিরোধ নিষ্পত্তির বিষয়ে ইসহাক দারের মনোভাব কী ছিল, এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা তাদের বলেছি, একাত্তরের বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা জানিয়েছে, এ বিষয়ে তারা প্রস্তুত রয়েছে।"
বৈঠকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং যেকোনো ধরনের আধিপত্যবাদী আচরণ পরিহারের ওপরও গুরুত্বারোপ করে এনসিপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস