ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
একাত্তরের বিরোধ নিষ্পত্তিতে প্রস্তুত পাকিস্তান: এনসিপি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে প্রধান অন্তরায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো। ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই ইস্যুগুলো দ্রুত সমাধানের জোরালো আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আমরা পাকিস্তানের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ধারণাকে তুলে ধরার চেষ্টা করেছি। দুই দেশের শত্রুতাপূর্ণ সম্পর্ক থেকে উন্নতির সুযোগ থাকলেও, সেজন্য বাংলাদেশের জনগণের অনুভূতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একাত্তরের ইস্যু অবশ্যই সমাধান করা উচিত।"
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী জানান, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, "ভারতের কারণে নিষ্ক্রিয় হয়ে থাকা সার্ককে কীভাবে পুনরায় সক্রিয় করা যায়, তা নিয়ে কথা হয়েছে। এছাড়া নদীর পানি সমস্যা এবং ওষুধশিল্পে পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলোও উঠে আসে।"
একাত্তরের বিরোধ নিষ্পত্তির বিষয়ে ইসহাক দারের মনোভাব কী ছিল, এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা তাদের বলেছি, একাত্তরের বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। তারা জানিয়েছে, এ বিষয়ে তারা প্রস্তুত রয়েছে।"
বৈঠকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং যেকোনো ধরনের আধিপত্যবাদী আচরণ পরিহারের ওপরও গুরুত্বারোপ করে এনসিপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার