ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ইলন মাস্কের রাজনৈতিক দল নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য বিরোধ। সাবেক ঘনিষ্ঠ মিত্র মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই উদ্যোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেছেন, “তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়াবে।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমেরিকায় দীর্ঘদিন ধরে দুই-দলের রাজনীতি চলে আসছে। তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর—এটা কোনো কাজেই আসবে না।”
এর কয়েক ঘণ্টা আগেই ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। মাস্কের ভাষায়, এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের ‘ব্যর্থতার’ বিকল্প হবে। ভবিষ্যতে প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থনের পরিকল্পনা থাকলেও, আগামী এক বছরের লক্ষ্য হলো প্রতিনিধি পরিষদ ও সিনেটে প্রভাব বিস্তার করা।
ইলন মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DoGE)-তে নেতৃত্ব দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ঋণ বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিকে দায়ী করে সরব হয়েছেন মাস্ক।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও কঠোর ভাষায় মাস্ককে আক্রমণ করেন। তিনি লিখেছেন, “ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।” একইসঙ্গে তিনি মাস্কের ইলেকট্রিক ভেহিকল (ইভি) ম্যান্ডেট প্রচেষ্টারও সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, মাস্কের নীতিতে চললে অল্প সময়ের মধ্যেই জনগণকে জোর করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।
উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি স্বাক্ষরিত কর ও ব্যয় পরিকল্পনায় ইলেকট্রিক গাড়ির কর সুবিধা বাতিল করে দিয়েছেন।
মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ ও ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া আগামী নির্বাচনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে। নতুন রাজনৈতিক ভারসাম্যের এই সম্ভাব্য রূপরেখা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও মুখর হয়ে উঠেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি