ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
ইরানে হা-ম-লা-র প্রস্তুতি ইসরায়েলের

ডুয়া ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল—এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ বিশ্লেষণে। সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েল এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বুধবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্সও সিএনএনের এ প্রতিবেদন উদ্ধৃত করে একই তথ্য জানায়।
যদিও ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। সিএনএনের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেও এ নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত ইসরায়েল হামলায় না-ও যেতে পারে।
রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে সিএনএনের তথ্য যাচাই করতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ, ইসরায়েলি দূতাবাস এবং দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিএনএনের বরাত দিয়ে একটি গোয়েন্দা সূত্র জানায়, গত কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা বেড়েছে। সূত্রটি আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো সমঝোতা হয় যাতে ইরান ইউরেনিয়াম মজুদ কমানোর প্রতিশ্রুতি না দেয় তাহলে ইসরায়েল হামলার দিকে আরও এগোতে পারে।
এদিকে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলি নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, সামরিক যোগাযোগে নজরদারি এবং সামরিক প্রস্তুতির মাধ্যমে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ইতোমধ্যে গোলাবারুদ সরানো ও সাম্প্রতিক এক বিমান মহড়া সম্পন্ন করেছে—যা বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি বলেন, “আমেরিকার দাবি—ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে—তা অতিরিক্ত এবং অযৌক্তিক।” তিনি নতুন পারমাণবিক চুক্তির সফলতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ