ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ইরানে হা-ম-লা-র প্রস্তুতি ইসরায়েলের

ডুয়া ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল—এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ বিশ্লেষণে। সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইসরায়েল এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বুধবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্সও সিএনএনের এ প্রতিবেদন উদ্ধৃত করে একই তথ্য জানায়।
যদিও ইসরায়েল হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। সিএনএনের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেও এ নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত ইসরায়েল হামলায় না-ও যেতে পারে।
রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে সিএনএনের তথ্য যাচাই করতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ, ইসরায়েলি দূতাবাস এবং দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিএনএনের বরাত দিয়ে একটি গোয়েন্দা সূত্র জানায়, গত কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা বেড়েছে। সূত্রটি আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো সমঝোতা হয় যাতে ইরান ইউরেনিয়াম মজুদ কমানোর প্রতিশ্রুতি না দেয় তাহলে ইসরায়েল হামলার দিকে আরও এগোতে পারে।
এদিকে মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলি নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, সামরিক যোগাযোগে নজরদারি এবং সামরিক প্রস্তুতির মাধ্যমে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ইতোমধ্যে গোলাবারুদ সরানো ও সাম্প্রতিক এক বিমান মহড়া সম্পন্ন করেছে—যা বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি বলেন, “আমেরিকার দাবি—ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে—তা অতিরিক্ত এবং অযৌক্তিক।” তিনি নতুন পারমাণবিক চুক্তির সফলতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প