ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সীমান্তজুড়ে যুদ্ধ পরিস্থিতি, সামরিক আইন জারি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৫ ২২:৪১:১১
সীমান্তজুড়ে যুদ্ধ পরিস্থিতি, সামরিক আইন জারি

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে, যা নিয়ে উভয় দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে। শুক্রবার রাতে থাই সেনাবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, একাধিক সীমান্ত পয়েন্টে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

বিবৃতি অনুসারে, চং বক এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে ভারী কামান ও গোলাবর্ষণ হয়েছে। অন্যদিকে, চং আন মা অঞ্চলে কম্বোডিয়ার অতর্কিত হামলায় একটি ঘোড়ার ভাস্কর্যসহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর জবাবে থাই সেনারা চামটা এলাকায় ট্যাঙ্ক ও পদাতিক সৈন্য মোতায়েন করে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি পুনর্দখলের চেষ্টা করছে।

উত্তেজনা আরও বাড়িয়ে কম্বোডিয়ান সেনাবাহিনী চং তা থাওয়ে অঞ্চল থেকে ১৫টি ট্যাঙ্ক ব্যবহার করে গোলাবর্ষণ করেছে বলে থাইল্যান্ড অভিযোগ করেছে। খাও ফ্রা উইহান এলাকায় থাই বাহিনী শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং ফু মাকুয়া পাহাড়ি অঞ্চলেও নিয়মিত আর্টিলারি হামলা চলছে। পুরো সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ক্রমবর্ধমান এই সংঘাতের কারণে দুই দেশের মধ্যে আলোচনার পথ প্রায় অসম্ভব হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি প্রদেশে সামরিক আইন জারি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত