ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

দাবানলে পুড়েছে লুক্সেমবার্গের সমান অঞ্চল

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৪ ২১:৩১:২৮
দাবানলে পুড়েছে লুক্সেমবার্গের সমান অঞ্চল

চরম তাপপ্রবাহে আক্রান্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত মহাদেশজুড়ে আগুনে লুক্সেমবার্গের আয়তনের সমান এলাকা পুড়ে গেছে।

এপ্রিল থেকে শুরু হওয়া ‘রেকর্ড ভাঙা তাপমাত্রা’ ইউরোপের বিভিন্ন অংশে দাবানলের তীব্রতা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গ্রীক সাইপ্রিয়ট প্রশাসনের লিমাসল শহরে অন্তত ১০০ বর্গকিলোমিটার এলাকা দাবানলে ভস্মীভূত হয়। বহু ঘরবাড়ি আগুনে ধ্বংস হয়েছে। এর ফলে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এ ঘটনায় পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে দক্ষিণ গ্রিসের করিন্থ শহরের কাছেও দাবানল থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে বেশ কয়েকটি গ্রাম খালি করে দেওয়া হয়।

চলমান তাপপ্রবাহ এবং আগুনের ঝুঁকি ইউরোপজুড়ে এখনও অব্যাহত রয়েছে। এছাড়া অনেক দেশই দাবানলের সতর্ক অবস্থায় রয়েছে।

ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ডের মতো দেশগুলো তাপদাহ মোকাবেলায় বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে। ফ্রান্সের মার্সেইতে কর্তৃপক্ষ জনসাধারণের জন্য সুইমিং পুল বিনামূল্যে খুলে দিয়েছে। কিছু শহরে স্কুল বন্ধ রয়েছে। ইতালি ১৩টি অঞ্চলে তীব্র গরমের সময় বাইরে কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে তুরস্কেও এ গ্রীষ্মে দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্যব্যবস্থার তথ্যমতে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৩৭ হাজার ১৫৩ হেক্টর জমি দাবানলে পুড়ে গেছে। এর মধ্যে ১,২৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। যেখানে গত বছর ছিল ৮৬১টি।

বিশেষজ্ঞদের মতে, ১২ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে ইউরোপের ১২টি শহরে তীব্র তাপপ্রবাহের ফলে তাপ-সম্পর্কিত কারণে প্রায় ২,৩০০ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত