ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
এলডিপি নেতার বিরুদ্ধে ঢাবির সাবেক ছাত্রকে হয়রানির অভিযোগ
.jpg)
নিজের আসল পরিচয় লুকিয়ে দুঃসম্পর্কের ভাগিনার বিয়ের ব্যবস্থা করে পরবর্তীতে ওই নারীর মাধ্যমেই চক্রান্ত করে ভাগিনার পরিবারকে টাকার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) অঙ্গসংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খালেদ বিন রহমানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে (ডুজা) এ অভিযোগ জানায় ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর পরিবার।
ভুক্তভোগী মো. নাজিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাজিম অভিযোগ করেন, ‘আমার দুঃসম্পর্কের মামা জসিম ওরফে খালিদ বিন রহমান ঘটকালি করে রত্না নামে এক মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে। বিয়ের ৫ মাসের মাথায় সে (রত্না) বলে আমি সংসার করবো না। বিয়ের আগে ৪ বছর যাবৎ আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। পরবর্তীতে দুই পরিবারের বৈঠকের পর আমি তাকে তালাক দেই। এর কিছুদিন পরেই তারা আমার নামে যৌতুক মামলা দায়ের করে। অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় সেখানে আমি স্থায়ী জামিন পাই।’
তিনি বলেন, ‘মামলা চলাকালীন সময়ে জসিম (দুঃসম্পর্কের মামা) আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সে আমাকে কখনো সাংবাদিক, কখনো তার লোক কখনো বা পুলিশ দিয়ে মামলার ভয় দেখাতে থাকে। এমনকি আমার আইনজীবীর কাছে কাবিনের দেড় লাখ টাকার পরিবর্তে ৭ লাখ টাকা দাবি করে। পরে আমরা জানতে পারি, তিনি (জসিম) শিশু হত্যা ও মাদক মামলার একজন আসামি এবং এখনো আদালতে ওই মামলায় তার হাজিরা চলছে। এছাড়াও রত্নার মা অর্থাৎ আমার শাশুড়ির সাথে তার অবৈধ সম্পর্ক আছে।’
নাজিমের বড় ভাই বলেন, "এটা একটি চক্র যারা প্রথমে মিথ্যা কাহিনী সাজিয়ে কোনো পরিবারকে টার্গেট করে এবং তাদের কাছ থেকে পরে অর্থ দাবি করে। টাকা না পেলে মিথ্যা মামলা ও হুমকির ভয় দেখায়।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এলডিপি নেতা খালেদ বিন রহমান বলেন, আমার বিরুদ্ধে যতো অভিযোগ দিয়েছে সব মিথ্যে। একটি অসহায় এতিম মেয়েকে বিয়ে করে তার সাথে অন্যায় করা হয়েছে। এমনকি তারা আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প