ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
জোয়ারের পানিতে ভাসছে হাতিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দি হাজারো মানুষ

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল।
শুক্রবার (২৫ জুলাই) সকালের জোয়ারে নিঝুম দ্বীপের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে চলে যায়, এতে পানিবন্দি হয়ে পড়েন হাজারো মানুষ।
স্থানীয়দের তথ্যমতে, নিঝুম দ্বীপের নামার বাজার এলাকা প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বহু ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। প্রধান সড়কে পানি ওঠায় নামার বাজার থেকে বন্দরটিলা বাজার পর্যন্ত যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। দ্বীপটির দক্ষিণ পাশে বেড়িবাঁধ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে এবং রাতের জোয়ারেও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, উপজেলার নলচিরা ইউনিয়নের তুপানিয়া গ্রামটি বেড়িবাঁধের বাইরে থাকায় সম্পূর্ণ প্লাবিত হয়েছে। রাস্তার ওপর দিয়ে প্রায় চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ জানান, "জোয়ারের পানিতে গ্রামের সব ঘরবাড়ি ও মসজিদ ডুবে যাওয়ায় কেউ জুমার নামাজ আদায় করতে পারেনি। মানুষ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছিল এবং পানি নামার পর ঘরে ফিরেছে।"
একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও চরগাসিয়া। বেড়িবাঁধহীন এই এলাকা দুটির প্রায় ৫০ হাজার বাসিন্দা জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চরগাসিয়ার ব্যবসায়ী রিয়াজ জানান, সকাল ১১টার মধ্যেই মাঠঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেলে অধিকাংশ মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানিয়েছেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। নিঝুম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা পাঠানো হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ