ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
জোয়ারের পানিতে ভাসছে হাতিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দি হাজারো মানুষ
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল।
শুক্রবার (২৫ জুলাই) সকালের জোয়ারে নিঝুম দ্বীপের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে চলে যায়, এতে পানিবন্দি হয়ে পড়েন হাজারো মানুষ।
স্থানীয়দের তথ্যমতে, নিঝুম দ্বীপের নামার বাজার এলাকা প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বহু ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। প্রধান সড়কে পানি ওঠায় নামার বাজার থেকে বন্দরটিলা বাজার পর্যন্ত যান চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। দ্বীপটির দক্ষিণ পাশে বেড়িবাঁধ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে এবং রাতের জোয়ারেও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, উপজেলার নলচিরা ইউনিয়নের তুপানিয়া গ্রামটি বেড়িবাঁধের বাইরে থাকায় সম্পূর্ণ প্লাবিত হয়েছে। রাস্তার ওপর দিয়ে প্রায় চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ জানান, "জোয়ারের পানিতে গ্রামের সব ঘরবাড়ি ও মসজিদ ডুবে যাওয়ায় কেউ জুমার নামাজ আদায় করতে পারেনি। মানুষ বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছিল এবং পানি নামার পর ঘরে ফিরেছে।"
একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও চরগাসিয়া। বেড়িবাঁধহীন এই এলাকা দুটির প্রায় ৫০ হাজার বাসিন্দা জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চরগাসিয়ার ব্যবসায়ী রিয়াজ জানান, সকাল ১১টার মধ্যেই মাঠঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেলে অধিকাংশ মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানিয়েছেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। নিঝুম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা পাঠানো হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা