ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
শিক্ষক মাসুকাকে বিমানবাহিনীর রাষ্ট্রীয় সম্মান

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে ও গার্ড অব অনার দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
এদিন বিমানবাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মাসুকার কবরের পাশে দাঁড়িয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। পুষ্পস্তবক অর্পণের পর তারা মাসুকার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে প্রতিনিধি দলটি নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, "ঢাকা একটি কৌশলগত এলাকা এবং এখানকার ফ্লাইট অপারেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশপাশের ঘন জনবসতির কারণে আমাদের অনেক সময় বিভিন্ন ঝুঁকি নিয়েই উড়তে হয়।"
তিনি আরও বলেন, "এই ধরনের দুর্ঘটনা বিরল, কিন্তু যখন ঘটে, তখন মানুষের জীবনে যে শূন্যতা তৈরি হয়, তার ক্ষতি অপূরণীয়। মাসুকা বেগমের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।"
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হন মাসুকা বেগম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার মরদেহ গ্রামের বাড়ি সোহাগপুরে দাফন করার ইচ্ছা প্রকাশ করে যান।
তার শেষ ইচ্ছা অনুযায়ী, বৃহস্পতিবার বাদ আসর সোহাগপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মাসুকা বেগমের প্রতি বিমানবাহিনীর এই রাষ্ট্রীয় সম্মানকে জাতির এক নীরব কৃতজ্ঞতা হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলেন, মাসুকা একজন আদর্শ শিক্ষক এবং জাতি গড়ার কারিগর ছিলেন। তার প্রতি বিমানবাহিনীর এই শ্রদ্ধা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা