ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ নিয়ে বাংলাদেশের অবস্থান কী?
চীনের নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ প্রসঙ্গে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস দেশের বাইরে। ফলে উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো সম্ভব নয়। তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে যেন এসব প্রকল্পে দেশের ক্ষতি না হয়, কিংবা ক্ষতি হলেও তা যেন সীমিত থাকে।
তিনি জানান, চীনের রাষ্ট্রদূত ঢাকায় এসে তাকে আশ্বস্ত করেছেন যে, ব্রহ্মপুত্র নদে নির্মিতব্য জলবিদ্যুৎ প্রকল্পে কোনো পানি প্রত্যাহারের পরিকল্পনা নেই। এটি হবে এক ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প। এখানে পানির প্রবাহ কয়েক ধাপে ব্যবহৃত হবে। প্রকল্পে কোনো সেচ ব্যবস্থাও থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের ইয়ারলুং জাংপো নদীতে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। এটি ভারতে ব্রহ্মপুত্র ও বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়েছে। চীনের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প এবং এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি মার্কিন ডলার। এই প্রকল্প ভারত ও বাংলাদেশে পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এ প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অবস্থান ব্যাখ্যা করেন। এ নিয়ে ঢাকা কতটা সন্তুষ্ট এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ চায় চীন হাইড্রোলজিক্যাল (জলপ্রবাহসংক্রান্ত) তথ্য আদান-প্রদানে অংশগ্রহণ করুক।”
তিনি বলেন, “এটা বলছি না যে তারা প্রকল্প বন্ধ করবে। তবে আমাদের ক্ষতি যেন না হয় বা সীমিত থাকে সে চেষ্টাই থাকবে। এখানে ভারতেরও স্বার্থ রয়েছে, তারাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”
তিনি আরও বলেন, “আমাদের নদীগুলোর উত্স বাইরের দেশগুলোতে হওয়ায় উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো সম্ভব নয়। আমাদের দায়িত্ব হলো আমাদের স্বার্থ রক্ষা করা এবং সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন