ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ৫ জনের অবস্থা সংকটাপন্ন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৫ ২০:০১:৩৮
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ৫ জনের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ৪০ জন রোগীর মধ্যে ৫ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশার কথা হলো, বেশ কয়েকজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, "আজ দুই শিক্ষার্থীর মৃত্যুর পর বর্তমানে আমাদের এখানে ৪০ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর, তারা আইসিইউতে আছেন। এর চেয়ে কিছুটা কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে ১০ জন, পোস্ট অপারেটিভ বা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ১০ জন এবং কেবিনে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।"

অধ্যাপক নাসির উদ্দিন আরও জানান, "লাইফ সাপোর্টে থাকা রোগীদের মধ্যে দুজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তারা এখন নিজেরাই শ্বাস নিতে পারছেন। চিকিৎসাধীন এই ৪০ জনের মধ্য থেকে আমরা আগামীকাল (শনিবার) চার থেকে পাঁচজনকে ছুটি দিতে পারব বলে আশা করছি।"

তিনি আরও উল্লেখ করেন যে, শুক্রবার সিঙ্গাপুর, চীন ও ভারতের একটি চিকিৎসক দল হাসপাতালে এসে রোগীদের পর্যবেক্ষণ করেছেন এবং তাদের চিকিৎসার বিষয়ে আলোচনা করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত