ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
ঢাবির উন্নয়নে শতকোটি টাকার তহবিল গঠন করতে চায় ডুয়া: দুদু

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমরা চাই শতবর্ষের বিশ্ববিদ্যালয়ে আমরা একশো কোটি টাকা সংগ্রহ করতে এবং সেই টাকা আমরা বিশ্ববিদ্যালয়কে দিতে চাই।
আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ডুয়ার সদস্য, সমাজসেবী ও সংস্কৃতিসেবী শিল্পী দত্ত এর দেয়া সোফা প্রদান অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আমি এস এম হলের ছাত্র ছিলাম। শামসুন নাহার ও রোকেয়া হলে আমার অনেক বান্ধবী ছিলো যাদের অনেকেই এখন বিভিন্ন জায়গায় আছে। আমরা ছাত্রজীবনে নানা সমস্যা ফেইস করে ছাত্রজীবন পার করেছি। হতাশ হওয়া যাবে না। লড়াই করে যেতে হবে।
তিনি বলেন, আমরা অ্যালামনাইয়ের দায়িত্ব নেয়ার পরে অনেক কিছু করতে পারিনি কিন্তু অনেক উদ্যোগ আমরা নিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করা যায় সে তথ্য আমরা নিয়েছি। ১৩শ শিক্ষার্থী আবেদন করেছে। আমরা ভাবছি সবাই পাওয়ার যোগ্য। কিন্তু সবাইকে আমরা দিতে পারবো না বলে সাক্ষাৎকার নেয়ার ব্যবস্থা করেছি। শামসুন নাহার হলের প্রভোস্ট কিছু কিছু ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেছে আমরা সেখানেও একমত।
সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনিকে ধন্যবাদ জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, তাঁর উদ্যোগেই আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। এ উদ্যোগে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়া’র সদস্যসচিব এ টি এম বারী ড্যানী বলেন, “আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আজ আমরা প্রাক্তন। কিন্তু এ প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা শেষ হয়নি। এখান থেকেই আমরা শিক্ষা নিয়ে কেউ হয়েছি রাজনীতিবিদ, কেউ চাকরিজীবী। এই বিশ্ববিদ্যালয় আমাদের গড়ে তুলেছে, এগিয়ে যেতে শিখিয়েছে। তাই আমরা শুধু গ্রহণ করতে চাই না—আমরাও কিছু ফিরিয়ে দিতে চাই, ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে।”
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। তাদের নানা সমস্যায় আমরা এগিয়ে আসতে চাই, সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা বিভিন্ন ব্যাংক, বীমার সাথে কথা বলছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা অবদান রাখতে পারবো। আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই কাজ করছি। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাপনী বক্তব্যে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ডুয়ার কার্যনির্বাহী সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন,“শামসুন নাহার হলে এখনও অনেক সমস্যা রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকতে চাই। পাশাপাশি এই হলে যারা আর্থিকভাবে অসচ্ছল, সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা অব্যাহত রাখব—এটা আমাদের দায়বদ্ধতা ও অঙ্গীকার।”
এসময় আরো উপস্থিত ছিলেন শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক নাসরিন সুলতানা, ডুয়ার সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব বায়েজীদ বোস্তামী প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ