ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
মাইলস্টোন কলেজের অবস্থান অনিরাপদ, সরিয়ে নেওয়ার সুপারিশ

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কারিগরিভাবে বৈধ হলেও এর অবস্থানকে কার্যত অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
পরিকল্পনাবিদদের এই প্রতিষ্ঠানটি বলছে, স্কুলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অ্যাপ্রোচ এরিয়া’ অর্থাৎ, বিমান উড্ডয়ন ও অবতরণের পথের মধ্যেই পড়েছে, যেখানে স্কুল, কলেজ বা জনসমাগম হয় এমন কোনো স্থাপনা থাকা অত্যন্ত বিপজ্জনক।
শুক্রবার (২৫ জুলাই) বাংলামোটরে বিআইপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিআইপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম। তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের পর ৫০০ ফুট পর্যন্ত এলাকা সম্পূর্ণ নির্মাণমুক্ত থাকার কথা। এর পরের প্রায় ১৩ হাজার ফুট এলাকা হলো ‘অ্যাপ্রোচ এরিয়া’, যা মূলত বিমান ওঠানামার পথ। এই এলাকায় সরকার ১৫০ ফুট উঁচু ভবন নির্মাণের অনুমতি দিলেও, সেগুলোতে কী ধরনের কার্যক্রম চালানো যাবে, তার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। ফলে কারিগরিভাবে বৈধ হলেও এসব স্থাপনা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) এই অঞ্চলের ভবনের উচ্চতা নিয়ন্ত্রণের কথা বলা হলেও, জমির ব্যবহার নির্দিষ্ট করা হয়নি। বিআইপির মতে, জনসমাগম হয় এমন প্রতিষ্ঠানের জন্য এ ধরনের জমি ব্যবহার করা একেবারেই উচিত নয়।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, “বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার মতো জনসমাগম হয়—এমন সব স্থাপনা সরিয়ে নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।”
তিনি আরও বলেন, “একসময় বিমানবন্দর ঢাকা থেকে দূরে থাকলেও, এখন শহরই বিমানবন্দরের চারপাশে বিস্তার লাভ করেছে। উন্নয়ন নিয়ন্ত্রণের মৌলিক নিয়ম উপেক্ষা করার ফলেই আজ উড্ডয়ন পথের পাশে স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন, কোষাধ্যক্ষ ড. মোসলেহ উদ্দীন হাসান এবং বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা