ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি নিয়ে বিপাকে কাস্টমস
সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৪টি বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম কাস্টমসের জন্য এক জটিল সমস্যায় পরিণত হয়েছে। নিলামে তুলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় গাড়িগুলো নিয়ে এখন বিকল্প ভাবছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে এক বৈঠক শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, নিলামে গাড়িগুলোর কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি। তাই জলের দরে এগুলো বিক্রি করতে তারা রাজি নন। তিনি বলেন, “সরকারি কিছু সংস্থা ৬০ শতাংশ দামে গাড়িগুলো কেনার প্রস্তাব দিয়েছে। তবে প্রতিটি গাড়ির মূল্য যেখানে ৮ থেকে ৯ কোটি টাকা, সেখানে ন্যায্য দাম না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে এগুলোর সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।”
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, এই বছরের ফেব্রুয়ারিতে গাড়িগুলো প্রথমবার নিলামে তোলা হয়েছিল। কিন্তু ২৪টি গাড়ির মধ্যে ১০টির জন্য কোনো দরই জমা পড়েনি। বাকি ১৪টির ক্ষেত্রে যে দাম উঠেছে, তা সংরক্ষিত মূল্যের মাত্র ১০ থেকে ৩২ শতাংশ। এমনকি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারউজ্জামানের ৯ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার গাড়িটির দাম উঠেছিল মাত্র ১ লাখ টাকা।
এই হতাশাজনক অভিজ্ঞতার পর দ্বিতীয়বার নিলাম আয়োজনে অনাগ্রহী চট্টগ্রাম কাস্টমস। গত ১১ মার্চ এনবিআরের কাছে পাঠানো এক চিঠিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার নিলাম করলে আরও কম দাম ওঠার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে, আইনি বাধ্যবাধকতার কারণে সর্বোচ্চ দরদাতার কাছেই গাড়িগুলো বিক্রি করতে হবে, যা বড় ধরনের রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। একারণে দ্বিতীয় নিলামের আগে এনবিআরের নির্দেশনা চেয়েছে তারা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় এই গাড়িগুলো আমদানি করেন। কিন্তু গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার পর এনবিআর এই সুবিধা বাতিল করে। এরপরই সাবেক এমপিরা গাড়িগুলো বন্দরে ফেলে রেখে যান, যা এখন কাস্টমসের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা