ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
কারাগারে আওয়ামী নেতাদের সাথে ধর্ম উপদেষ্টা, যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের চট্টগ্রাম কারাগার পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবি ও তথ্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি’ এবং ‘কায়েমি সিন্ডিকেটের ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. খালিদ হোসেন পুরো বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সফরটি ছিল সম্পূর্ণ সরকারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত, যেখানে কোনো গোপনীয়তা ছিল না।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সফরের মূল উদ্দেশ্য ছিল কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বই সরবরাহ এবং নামাজের স্থান নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেওয়া। ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় আনার বৃহৎ পরিকল্পনার অংশ ছিল এই পরিদর্শন।
ছবি ফাঁসের বিষয়ে তিনি বলেন, "পরিদর্শনকালে আমার সঙ্গে কোনো ক্যামেরা ছিল না, তবে কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা কিছু ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে পাচার করা হয়েছে। এটি একটি অবৈধ প্রচারণা, যা ভুল তথ্য পরিবেশন করেছে।" তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে, যা প্রশংসনীয়।
উপদেষ্টা উল্লেখ করেন, তিনি কারাগারের রান্নাঘর, হাসপাতাল, বিভিন্ন ওয়ার্ডসহ ফাঁসির মঞ্চও পরিদর্শন করেন। ভিআইপি ওয়ার্ডে মাত্র দুই-তিন মিনিট অবস্থান করেছিলেন এবং সঙ্গে কর্মকর্তারাও ছিলেন। কিন্তু এই সংক্ষিপ্ত উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত তথ্য রটানো হচ্ছে।
ড. খালিদ হোসেন এই অপপ্রচারকে "পরাজিত শক্তির অব্যাহত ষড়যন্ত্র" হিসেবে অভিহিত করে বলেন, "যারা রাজনৈতিকভাবে পরাজিত, তাদের কাছ থেকে এমন অভিযোগ আসছে, যা সরকারের শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা।" তিনি জোর দিয়ে বলেন, এসব অপপ্রচারে সরকার ও জনগণের ঐক্য ক্ষুণ্ন হবে না এবং তাদের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি