ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
কারাগারে আওয়ামী নেতাদের সাথে ধর্ম উপদেষ্টা, যা জানা গেল
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের চট্টগ্রাম কারাগার পরিদর্শনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবি ও তথ্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি’ এবং ‘কায়েমি সিন্ডিকেটের ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. খালিদ হোসেন পুরো বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, সফরটি ছিল সম্পূর্ণ সরকারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত, যেখানে কোনো গোপনীয়তা ছিল না।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সফরের মূল উদ্দেশ্য ছিল কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বই সরবরাহ এবং নামাজের স্থান নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেওয়া। ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় আনার বৃহৎ পরিকল্পনার অংশ ছিল এই পরিদর্শন।
ছবি ফাঁসের বিষয়ে তিনি বলেন, "পরিদর্শনকালে আমার সঙ্গে কোনো ক্যামেরা ছিল না, তবে কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা কিছু ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে পাচার করা হয়েছে। এটি একটি অবৈধ প্রচারণা, যা ভুল তথ্য পরিবেশন করেছে।" তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে, যা প্রশংসনীয়।
উপদেষ্টা উল্লেখ করেন, তিনি কারাগারের রান্নাঘর, হাসপাতাল, বিভিন্ন ওয়ার্ডসহ ফাঁসির মঞ্চও পরিদর্শন করেন। ভিআইপি ওয়ার্ডে মাত্র দুই-তিন মিনিট অবস্থান করেছিলেন এবং সঙ্গে কর্মকর্তারাও ছিলেন। কিন্তু এই সংক্ষিপ্ত উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত তথ্য রটানো হচ্ছে।
ড. খালিদ হোসেন এই অপপ্রচারকে "পরাজিত শক্তির অব্যাহত ষড়যন্ত্র" হিসেবে অভিহিত করে বলেন, "যারা রাজনৈতিকভাবে পরাজিত, তাদের কাছ থেকে এমন অভিযোগ আসছে, যা সরকারের শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা।" তিনি জোর দিয়ে বলেন, এসব অপপ্রচারে সরকার ও জনগণের ঐক্য ক্ষুণ্ন হবে না এবং তাদের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা