ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে বিনিয়োগ করবে সৌদি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৪ ১৯:৩৬:১৮
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে বিনিয়োগ করবে সৌদি

দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের ক্ষত মুছে ফেলে পুনর্গঠনের পথে হাঁটতে থাকা সিরিয়ায় ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলনে এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ।

বিশ্লেষকরা এই পদক্ষেপকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের প্রতি সৌদি আরবের জোরালো সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন। বিশেষ করে যখন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে গোত্রীয় সহিংসতা দেখা দিয়েছে, তখন এই বিনিয়োগ শারার প্রশাসনের জন্য একটি বড় সমর্থন হিসেবে কাজ করবে।

বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে তিনি এই সফরে এসেছেন, যা প্রমাণ করে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার পাশে সৌদি আরব দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, সম্মেলন চলাকালীন মোট ৪৭টি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এতে শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে। একই সঙ্গে সম্মেলনে একটি সৌদি-সিরিয়া ব্যবসায়ী পরিষদ গঠনেরও ঘোষণা দেওয়া হয়।

এই সম্মেলনটি মূলত জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে এবং শুরু থেকেই সৌদি আরব এই সরকারকে সমর্থন জানিয়ে আসছে।

এই বিশাল সৌদি বিনিয়োগের পাশাপাশি সম্প্রতি সিরিয়া কাতারের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের একটি বিদ্যুৎ চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দরের উন্নয়নে ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে এপ্রিল মাসে সৌদি আরব ও কাতার যৌথভাবে সিরিয়ার বিশ্ব ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধের ঘোষণা দিয়েছিল, যার ফলে দেশটি পুনরায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের যোগ্যতা অর্জন করে, যা বর্তমান বিনিয়োগের পথকে আরও সুগম করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত