ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ভারতের জরিমানার কবলে বিবিসি ওয়ার্ল্ড

ডুয়া নিউজ: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনার পর ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা বিবিসিকে জরিমানা করেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৯৯ সালে প্রণীত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক—জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনস—প্রত্যেককে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড জরিমানা করা হয়।
এদিকে, রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরু হওয়ার পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে তল্লাশি করা হয়। এই তল্লাশি আর্থিক অস্বচ্ছতা সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে পরিচালিত হয়।
এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর তারা এটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করবে।
ভারতে বিবিসির বিরুদ্ধে তদন্তের কারণ হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলার ওপর প্রকাশিত একটি ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি প্রকাশের পর পরই ভারতের সরকার বিবিসিকে নিয়ে তদন্ত শুরু করে।
ভারত সরকার ডকুমেন্টারিটিকে 'অপপ্রচার' আখ্যা দিয়ে বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এটি নিষিদ্ধ করে।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়, যা গুজরাটে মারাত্মক সহিংসতার সূচনা করেছিল। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি এবং তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা ও অপর্যাপ্ত পদক্ষেপ নেয়ার অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি