ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ভারতের জরিমানার কবলে বিবিসি ওয়ার্ল্ড

ডুয়া নিউজ: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনার পর ভারতীয় আর্থিক অপরাধ দমন সংস্থা বিবিসিকে জরিমানা করেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৯৯ সালে প্রণীত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক—জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনস—প্রত্যেককে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড জরিমানা করা হয়।
এদিকে, রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরু হওয়ার পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে তল্লাশি করা হয়। এই তল্লাশি আর্থিক অস্বচ্ছতা সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে পরিচালিত হয়।
এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর তারা এটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং পরবর্তী পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করবে।
ভারতে বিবিসির বিরুদ্ধে তদন্তের কারণ হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলার ওপর প্রকাশিত একটি ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি প্রকাশের পর পরই ভারতের সরকার বিবিসিকে নিয়ে তদন্ত শুরু করে।
ভারত সরকার ডকুমেন্টারিটিকে 'অপপ্রচার' আখ্যা দিয়ে বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এটি নিষিদ্ধ করে।
উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়, যা গুজরাটে মারাত্মক সহিংসতার সূচনা করেছিল। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি এবং তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা ও অপর্যাপ্ত পদক্ষেপ নেয়ার অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত
- ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার