ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

গণভোটে সরকারি কর্মকর্তাদের প্রচার বৈধ: আলী রীয়াজ

২০২৬ জানুয়ারি ২৪ ২১:২১:২৫

গণভোটে সরকারি কর্মকর্তাদের প্রচার বৈধ: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সংবিধান কিংবা বিদ্যমান কোনো আইনেই এ ধরনের প্রচারে বাধার কথা উল্লেখ নেই।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আলী রীয়াজ বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যাদের স্বজনরা এখনও প্রিয়জনের বেওয়ারিশ লাশ খুঁজে বেড়াচ্ছেন, তারা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়—মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই অধিকার বাস্তবায়নের পথে গণভোট একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ কিংবা গণভোট সংক্রান্ত অধ্যাদেশ—কোনো কিছুতেই প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না—এমন কোনো বিধান নেই। যারা আইনগত বাধার কথা বলছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সরকারি কর্মকর্তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে আলী রীয়াজ বলেন, কোন নৈতিকতার কথা বলা হচ্ছে? সেই নৈতিকতা কি তরুণদের তাজা রক্ত আর আত্মত্যাগ অস্বীকার করার নৈতিকতা? এই প্রশ্নের জবাব তাদেরই দিতে হবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ হিসেবে আখ্যায়িত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই এই সরকারের বৈধতা এসেছে। এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার ওপর দাঁড়ানো একটি অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল তিনটি ম্যান্ডেট—সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন আয়োজন করে সরকার নয়; সরকার কেবল অনুকূল পরিবেশ তৈরি করে, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচার পরিচালনা করে আদালত, সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করে। ফলে রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান দায়িত্ব।

গণভোটের বৈধতা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বে অন্তত ৪৮টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, যার অধিকাংশ ক্ষেত্রেই সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, নৈতিকভাবে দায়িত্বপূর্ণ এবং আইনগতভাবে সম্পূর্ণ বৈধ।

গণভোটের বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবেন না—এমন ধারণাকে তিনি অবমাননাকর বলে আখ্যা দেন। বলেন, যে মানুষ মুক্তিযুদ্ধ করেছে, গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারা নিজেদের অধিকারের প্রশ্ন বুঝবে না—এ ধারণা জনগণকে হেয় করার শামিল।

তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করে যারা প্রাণ দিয়েছেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা আমাদের হাতে একটি বড় দায়িত্ব রেখে গেছেন। সেই দায়িত্ব হলো—একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রীর একক ক্ষমতার প্রসঙ্গ টেনে আলী রীয়াজ বলেন, ২০১১ সালে সংবিধান সংশোধন কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার সুপারিশ করলেও এক ব্যক্তির সিদ্ধান্তে পুরো ব্যবস্থা বাতিল হয়ে যায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও বাস্তবে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

তার ভাষায়, এই একক কর্তৃত্ব ও সংবিধান নিয়ে ছেলেখেলা বন্ধ করতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসক বিদায় নিলেও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকেই যায়। সেই পথ বন্ধ করতেই গণভোট জরুরি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের স্বপ্ন ছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই মূল চেতনার আলোকে রাষ্ট্র গঠনের জন্য গণভোট একটি ঐতিহাসিক সুযোগ।

বিশেষ অতিথি ধর্মসচিব কামাল উদ্দিন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করা প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব। এই গণভোট সফল হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়া সম্ভব হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদসহ অনেকে।

সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ধর্মীয় নেতা, সুশীল সমাজ, ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত