ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
অনুমতি ছাড়া হঠাৎ দেশ ছাড়লেন ৯ ভারতীয় প্রকৌশলী
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়াই কেন্দ্রটিতে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা হঠাৎ করে বাংলাদেশ ত্যাগ করে নিজ দেশে ফিরে গেছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া এভাবে দেশত্যাগের বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
দেশত্যাগকারী কর্মকর্তারা ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) থেকে রামপালের মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন—জিএম সিউজ প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজিএম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অনির্বাণ সাহা সিএফ এবং ইমানুয়েল পনরাজ দেবরাজ।
প্ল্যান্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে নাশতার সময় ডাইনিং হলে ওই কর্মকর্তাদের অনুপস্থিতি চোখে পড়ে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা কাউকে কিছু না জানিয়ে কেন্দ্র এলাকা ত্যাগ করেছেন। পরবর্তীতে দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাঁদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়।
এ তথ্য প্রকল্প পরিচালক রামানাথ পুজারীর কাছে পৌঁছালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তখন ওই কর্মকর্তারা ‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানান।
তবে বিষয়টি নিয়ে প্ল্যান্ট সংশ্লিষ্টদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। কারণ, রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা বিদ্যমান। এর আগে ওই কর্মকর্তারা কখনো নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা কর্তৃপক্ষকে জানাননি।
এমন পরিস্থিতিতে হঠাৎ ও অনুমতি ছাড়া দেশত্যাগকে রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, “সকালে ডাইনিংয়ে তাঁদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তাঁরা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল