ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইসির প্রশিক্ষণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আইন-শৃঙ্খলা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এ কারণে নির্বাচন প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের প্রশিক্ষণ অপরিহার্য। মাঠপর্যায়ে সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগে প্রশিক্ষিত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন করে উপমহাপরিচালক বা পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং দেশের সব জেলা কমান্ড্যান্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানাতে বলা হয়েছে।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপমহাপরিচালক, পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজনৈতিক দলগুলোর ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জনসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লায় ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি