ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ভোটের সময়ে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রেস কাউন্সিলের

২০২৬ জানুয়ারি ২৪ ১৮:৩০:০৫

ভোটের সময়ে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রেস কাউন্সিলের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে রংপুরে গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অপসাংবাদিকতা প্রতিরোধ এবং নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুর সার্কিট হাউজের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। অতীতে ঐক্যের অভাবে সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক হলেও পেশাগত জীবনে সাংবাদিকতা কোনো রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হওয়া উচিত নয়। রাজনৈতিক বিভাজনের কারণে সাংবাদিক সংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে এবং একই নামে একাধিক সংগঠনের অস্তিত্ব পেশাগত ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে।

কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা, নির্বাচনে গণমাধ্যমকর্মীদের করণীয়, সাংবাদিকদের আচরণবিধি-১৯৯৩ (সংশোধিত ২০০২), সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য শ্রম আইন, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আইন, তথ্য অধিকার আইনসহ প্রাসঙ্গিক আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রিসোর্স পার্সনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা দেশের অন্যতম সম্মানজনক পেশা। এই পেশায় নৈতিকতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। ঝুঁকি থাকলেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের অবিচল থাকতে হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী এবং বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

কর্মশালার উন্মুক্ত আলোচনায় অংশ নেন একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দিনকালের ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক, সমকালের অফিস প্রধান স্বপন চৌধুরী, এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক, যমুনা টেলিভিশনের সরকার মাজহারুল মান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

দিনব্যাপী এই কর্মশালায় রংপুর অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত মোট ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত