ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

গণভোটেই জবাবদিহি রাষ্ট্র গঠনের সুযোগ: ফয়েজ তৈয়্যব

২০২৬ জানুয়ারি ২৪ ১১:০০:০০

গণভোটেই জবাবদিহি রাষ্ট্র গঠনের সুযোগ: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার কাঠামোতে জবাবদিহির ঘাটতি ও ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণই দীর্ঘদিনের সংকট—এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে গণভোটই হতে পারে কার্যকর গণতান্ত্রিক পথ।

শুক্রবার (২৩ জানুয়ারি) মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে স্বায়ত্তশাসন অর্জন করতে পারেনি। এসব প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি না করায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনেক সময় মানুষের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে, যা স্বৈরাচার ও দুর্নীতিকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর রাতের ভোট ও একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। আসন্ন গণভোট সেই ভুলগুলো সংশোধনের একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।

এই গণভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সুশাসনের ভিত আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য সবাইকে সক্রিয়ভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতার অতিকেন্দ্রীকরণ বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিচার বিভাগ, সংসদ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে কাঠামোগত সংস্কার অপরিহার্য। তবে এসব সংস্কার জনগণের সম্মতি ছাড়া টেকসই হতে পারে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে আসন্ন গণভোট ও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত