ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

কেন স্বপ্নে বারবার একই মানুষ ফিরে আসে?

২০২৬ জানুয়ারি ২৪ ১৫:২৭:০৬

কেন স্বপ্নে বারবার একই মানুষ ফিরে আসে?

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি মানুষের স্বপ্নের অভিজ্ঞতা আলাদা। কেউ স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য দেখেন, আবার কেউ দেখতে পান অদ্ভুত ও অবাস্তব ঘটনা। অনেকে বারবার স্বপ্নে দুর্ঘটনা দেখেন, কেউ অচেনা জায়গা বা অচেনা মানুষ দেখেন, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই।

কেউ দেখেন একই মানুষ, একই পরিস্থিতি বা একই ভয় বারবার। ঘুম ভাঙার পরও সেই মানুষের মুখ মনের মধ্যে থেকে যায়। বাস্তবে দূরে থাকা মানুষও স্বপ্নে বারবার ফিরে আসে। প্রশ্ন জাগে, এই ধরনের স্বপ্নের মানে কী? এটি কি কাকতালীয়, নাকি মনের গভীর কোনো ইঙ্গিত?

মনোবিজ্ঞান ও স্লিপ রিসার্চ বলছে এ ধরনের স্বপ্ন সম্পূর্ণ স্বাভাবিক। হার্ভার্ড মেডিকেল স্কুলের স্লিপ রিসার্চ অনুসারে, ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের অভিজ্ঞতা, ভয়, ট্রমা ও অবদমিত অনুভূতিগুলোকে প্রক্রিয়াজাত করে।

স্বপ্ন মূলত অবচেতন মনের ভাষা। যে মানুষটি বারবার স্বপ্নে আসে, তিনি আপনার জীবনে মানসিকভাবে গুরুত্বপূর্ণ। নেপথ্যে জমে থাকা কথা, না বলা অনুভূতি বা অপরিষ্কার সম্পর্ক স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। কারো সঙ্গে ঝগড়া, বিচ্ছেদ বা ভালোবাসার অভাব থাকলে সেই মানুষ স্বপ্নে ফিরে আসে। এছাড়া কাজ, পরিবার বা সম্পর্কজনিত চাপও স্বপ্নে প্রতিফলিত হয়।

বিশেষজ্ঞদের মতামত:

মনোবিদ Dr. Deirdre Barrett বলেন, “Nightmares often reflect unresolved fear, trauma, or chronic stress.” অর্থাৎ, অতীতের ট্রমা, দীর্ঘদিনের ভয় বা মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে না উঠলে তা স্বপ্নে দেখা যায়।

মনোবিজ্ঞানী কার্ল জাং বলেন, “Dreams use symbols when reality is too complex for the conscious mind.” তাই স্বপ্নে অদ্ভুত জায়গা, অচেনা মানুষ বা অবাস্তব পরিস্থিতি দেখা যায়।

মনোবিজ্ঞানের জনক Sigmund Freud বলেছেন, “A dream is the fulfillment of a wish.” ফ্রয়েডের মতে স্বপ্ন হলো মনের সেই ইচ্ছা বা অনুভূতি, যা জাগ্রত অবস্থায় প্রকাশ করা যায় না।

আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, বারবার একই মানুষ দেখা মানে তার সঙ্গে কোনো “কার্মিক কানেকশন” আছে। তবে এটি শুধুমাত্র বিশ্বাস; বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি।

কখন সতর্ক হবেন?

যদি স্বপ্ন দেখে ঘুম ভাঙলে অস্বস্তি লাগে, সারাদিনের কাজকর্মে প্রভাব পড়ে, বা একই ভয় বা দুঃখ বারবার দেখা দেয়, তবে প্রয়োজনে মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সাহায্য নিন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত