ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

২০২৬ জানুয়ারি ০২ ১৯:৪৫:৪৬

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

নিজস্ব প্রতিবেদক: ইরানের চলমান বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করেন, তবে তার ফল শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে এবং এতে আমেরিকার স্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি এক বিবৃতিতে বলেন, “যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে। ট্রাম্পের জানা উচিত, এ ধরনের পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থও বিপন্ন হবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, যদি সেখানে শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর উপদেষ্টা আলি শামখানিও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি জানান, “যেকোনো অজুহাতে ইরানের নিরাপত্তার ওপর আঘাত হানার চেষ্টা হলে তার জবাব দেওয়া হবে। আমাদের নিরাপত্তা একটি ‘রেড লাইন’।”

শামখানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না এবং দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ইরানের বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাম্পের মন্তব্য ও তেহরানের তীব্র প্রতিক্রিয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত