ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

‘খালেদা জিয়ার মৃ’ত্যুর পেছনে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছ’

২০২৫ ডিসেম্বর ৩০ ১৩:৫৭:৫৪

‘খালেদা জিয়ার মৃ’ত্যুর পেছনে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছ’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রহসনের রায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, "খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। আমাদের সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত, হয়তো সুচিকিৎসার সুযোগও মিলত।"

তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে। ড. আসিফ নজরুল বলেন, তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই দাফন করা হবে। উপদেষ্টা জানিয়েছেন, জানাজার আয়োজন এবং প্রশাসনিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

ড. আসিফ নজরুল আরও বলেন, "জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি অপরিসীম ছিল। তার অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী। আমি অনুরোধ করছি, তার জানাজার নামাজ শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হোক।"

তিনি বলেন, সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্বের যে সমস্ত স্থানে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেখানেও শোক বই খোলা হবে।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, "আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।"

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত