ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শেষ হচ্ছে কাল, আবেদন অনলাইনে

২০২৫ ডিসেম্বর ২৯ ১৭:০৭:০০

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শেষ হচ্ছে কাল, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: স্নাতক (পাস ও অনার্স) বা সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি ভর্তিসহায়তা ও বৃত্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের অধীনে এই সহায়তা প্রদানের লক্ষে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা:

ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের (http://estipend.pmeat.gov.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আগামীকাল ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সচল থাকবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।

প্রয়োজনীয় কাগজপত্র:

আবেদনের জন্য শিক্ষার্থীদের ট্রাস্টের ওয়েবসাইট থেকে ‘প্রত্যয়ন ফরম’ ডাউনলোড করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সুপারিশসহ আপলোড করতে হবে। এছাড়া সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সত্যায়িত নম্বরপত্রের কপি, অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম মর্মে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে। সরকারি দপ্তরে ১৩ থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র দিতে হবে।

অগ্রাধিকার ও ব্যাংক হিসাব:

প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন, নদীভাঙন কবলিত পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানরা এই ভর্তিসহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সহায়তার অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে অ্যাকাউন্টটি অবশ্যই শিক্ষার্থীর নিজের অথবা পিতা/মাতার নামে সচল থাকতে হবে। প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট বা চেকের পাতার স্পষ্ট ছবি আপলোড করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকারের এই ভর্তিসহায়তা কার্যক্রম। সময়মতো নির্ভুল তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ