ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
আইইএলটিএস ছাড়াই জাপানে উচ্চশিক্ষা: টোকিও টেক স্কলারশিপে চলছে আবেদন
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ স্কলারশিপের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। "ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ"-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাপানের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ‘টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি’ (Tokyo Tech) থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি উদ্ভাবনমুখী শিক্ষা ও আধুনিক গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এর উন্নত ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
স্কলারশিপের সুযোগ-সুবিধাসমূহ:
নির্বাচিত শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি বা ভর্তি ফি দিতে হবে না।
আবেদনের জন্য কোনো প্রসেসিং বা আবেদন ফি লাগবে না।
আসা-যাওয়ার বিমান খরচ স্কলারশিপের পক্ষ থেকে প্রদান করা হবে।
আইইএলটিএস (IELTS) বা টোয়েফল (TOEFL) স্কোর ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে। তবে শর্ত হলো, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও পরীক্ষা ইংরেজি মাধ্যমে হয়েছে—এমন দালিলিক প্রমাণ (Medium of Instruction) থাকতে হবে।
আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. বয়সসীমা: ১৯৮৯ সালের ২ এপ্রিলের পর জন্মগ্রহণকারীরাই কেবল আবেদনের যোগ্য।
৩. শিক্ষাগত যোগ্যতা: জাপানের বাইরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে।
৪. স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক এবং পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৫. আবেদনকারীকে পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয় অথবা সংশ্লিষ্ট কোনো একাডেমিক বিষয়ে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির কোনো ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে প্রাপ্ত সম্মতিপত্র (Consent Email বা Letter)।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত নির্দিষ্ট আবেদন ফরম।
গবেষণা পরিকল্পনা (Research Plan) ও স্টেটমেন্ট অব পারপাস (SOP)।
সংশ্লিষ্ট ডিনের সুপারিশপত্র।
পূর্ববর্তী সকল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র (MOI)।
থিসিসের সারসংক্ষেপ।
পাসপোর্টের ফটোকপি।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্যের জন্য টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ