ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
‘বি’ ক্যাটাগরি ধরে রাখার কৌশলে জেনেক্স ইনফোসিস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি সলিউশন সরবরাহকারী কোম্পানি জেনেক্স ইনফোসিস ২০২৪-২৫ অর্থবছরের জন্য কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। এটি কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বনিম্ন ডিভিডেন্ড।
কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুসারে, গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি জানিয়েছে, তাদের মোট ১২ কোটি ৪ লাখ শেয়ারের মধ্যে বর্তমানে সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ৮ কোটি ৪২ লাখ শেয়ার। এরফলে ঘোষিত ডিভিডেন্ড বিতরণের জন্য কোম্পানিটির ৮৪ লাখ টাকার প্রয়োজন হবে।
ঘোষিত ডিভিডেন্ড এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করেছে এবং রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ২১ ডিসেম্বর। তবে ঘোষিত এই ডিভিডেন্ডের পরিমাণ কোম্পানির পূর্ববর্তী বছরগুলোর তুলনায় সর্বনিম্ন। ২০২০-২১ অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল।
উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে শেয়ারবাজারে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছিল। বকেয়া পরিশোধের পর চলতি বছর ২৮ সেপ্টেম্বর কোম্পানিটিকে আবার 'বি' ক্যাটাগরিতে উন্নীত করা হয়।
প্রতিবেদিত সময়ের আর্থিক কার্যকারিতা বিবেচনায়, জেনেক্স ইনফোসিসের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৭ শতাংশ কমে ২ টাকা ১৭ পয়সায় দাঁড়িয়েছে। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।
তবে, কনসোলিডেটেড শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৮.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ টাকা ১১ পয়সায় উন্নীত হয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দর কারসাজিতে জড়িত থাকার অভিযোগে জেনেক্স ইনফোসিসের বোর্ডের ওপর মোট ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আরোপ করেছিল। স্বাধীন পরিচালকসহ মোট নয়জন পরিচালকের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও, এই কারসাজিতে ভূমিকার জন্য এর সহযোগী প্রতিষ্ঠান জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন