ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন, জানালেন নারী অধিনায়ক জ্যোতি

২০২৫ নভেম্বর ১৬ ১৭:৩১:৩২

সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন, জানালেন নারী অধিনায়ক জ্যোতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বর্তমানে দেশের ক্রিকেটের আলোচিত নাম। তাকে ঘিরে বিতর্ক থাকলেও জুনিয়র ক্রিকেটারদের শারীরিক বা মানসিক নির্যাতন এবং সিনিয়র খেলোয়াড়দের ক্যারিয়ারে হস্তক্ষেপের অভিযোগ সবই জ্যোতি উড়িয়ে দিয়েছেন। শিনবোনের চোট সারাতে বর্তমানে বিকেএসপিতে পুনর্বাসনকালীন অবস্থায় ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।

জ্যোতি বলেছেন, “ড্রেসিংরুমে আমি একদমই স্বৈরাচারী নই। প্রতিটি খেলোয়াড়ের নিজের জায়গা আছে এবং সুযোগ সুবিধা ও আচরণ সবার জন্য সমান। আমি দীর্ঘদিন অধিনায়ক হলেও প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভিন্ন হতে পারে, সেটা স্বাভাবিক।”

তিনি আরও উল্লেখ করেছেন, “আমি কখনো কাউকে সরিয়ে দিইনি। নির্বাচনের সিদ্ধান্ত নিতেন প্রধান কোচ ও নির্বাচক। আমি কেবল প্রতিক্রিয়া জানাই। সিন্ডিকেট বা কোনো ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন।”

জ্যোতি জুনিয়র খেলোয়াড়দের ওপর গালাগালি বা শারীরিক নির্যাতনের অভিযোগও খণ্ডন করেছেন। তিনি বলেন, “আমার কথা বেশি শোনা হতো কারণ আমি মাঠে মাউথপিস ব্যবহার করি। আমি মানসিকভাবে অসুস্থ নই, কাউকে গালি দিই না। সব অভিযোগ ভিত্তিহীন।”

শ্রীলঙ্কা ম্যাচে মারুফাকে মাঠ থেকে বের করার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন। জ্যোতি বলেছেন, “ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মারুফার হাতের আঘাতের কারণে আমি তাকে নিরাপদে বাইরে পাঠাই। পরে তাকে শান্ত করি এবং বলি, আত্মবিশ্বাস হারাবেন না। এটি কোনো শাস্তি বা অবমাননা ছিল না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত