ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

এবারের জয় আমাদেরই হবে: মিথিলা

২০২৫ নভেম্বর ১৫ ২০:১৮:২১

এবারের জয় আমাদেরই হবে: মিথিলা

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা নিজের অবস্থান শক্তভাবে প্রমাণ করেছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি ‘পিপলস চয়েস’ ভোটে বর্তমানে প্রথম স্থানে অবস্থান করছেন।

এখন পর্যন্ত মিস ইউনিভার্স অ্যাপে ভোটে চিলি ও ফিলিপাইনকে পিছনে ফেলে ৬,৭৪,৯২৬ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মিথিলা। এর আগে তিনি সেরা দশ থেকে সেরা পাঁচ এবং তারপর তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় স্থানে উঠে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য চলছে ব্যাপক ভোট ক্যাম্পেইন।

থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন একসাথে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ! তিনি আরও বলেন, এবার জয় আমাদের হবে। আমি জিতলেই জিতবে বাংলাদেশ।

দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মিথিলার পাশে দাঁড়িয়েছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে ভোটের জন্য পোস্ট দিয়েছেন।

দেশের যে কোনো প্রান্ত থেকে নাগরিকরা মিথিলাকে ভোট দিতে পারবেন। এর জন্য মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’সহ বিভিন্ন বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাব জিতেছিলেন। এর আগে ২০২০ সালে তিনি একই খেতাব অর্জন করেছিলেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত