ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: দেখুন সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রেডিকশন-সময়সূচি
সরকার ফারাবী: ২০২৫ সালের আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডারের সমাপ্তি ঘটতে যাচ্ছে আর্জেন্টিনার এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচ দিয়ে। শুক্রবার এস্তাদিও ১১ দে নভেম্ব্রো স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকান দল অ্যাঙ্গোলা।
দীর্ঘ প্রায় দুই দশক পর এই দুই দেশের পুনর্মিলন ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে। ২০০৬ সালের মে মাসে অনুষ্ঠিত সর্বশেষ লড়াইয়ে ম্যাক্সি রদ্রিগেজ ও হুয়ান পাবলো সোরিনের গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের প্রেক্ষাপট
অ্যাঙ্গোলা: আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা
বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার পর আফ্রিকান দল অ্যাঙ্গোলা এখন তাদের পরবর্তী বড় মিশন আফ্রিকান কাপ অব নেশনস (AFCON)-এর প্রস্তুতিতে মনোযোগী। বাছাইপর্বে দুটি জয়, ছয় ড্র ও দুই পরাজয়ে গ্রুপ ‘ডি’-তে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপের টিকিট হাতছাড়া করে দলটি। ফলে ২০০৬ সালের পর আবারও তাদের বিশ্বকাপে দেখা যেতে কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে কোচ প্যাট্রিস বিয়োমেলের অধীনে দলটি সাম্প্রতিক তিন ম্যাচে অপরাজিত (১ জয়, ২ ড্র)। আর্জেন্টিনা ও গিনি-বিসাউয়ের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচকে আত্মবিশ্বাস ফেরানোর সুযোগ হিসেবে দেখছে অ্যাঙ্গোলা। ডিসেম্বরের ২২ তারিখে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের আফকন অভিযান শুরু করবে।
আর্জেন্টিনা: ধারাবাহিকতার চূড়ায় লা আলবিসেলেস্তে
কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা কনমেবল বাছাইপর্বে দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। ১৮ ম্যাচে ১২ জয় ও মাত্র চার পরাজয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল লা আলবিসেলেস্তেরা। যদিও শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে, তবে সেটি তাদের শ্রেষ্ঠত্বে কোনো ছায়া ফেলতে পারেনি।
অক্টোবরে তারা ফিরে আসে জয়ের ধারায় ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়ে। সেই ম্যাচে জোড়া গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ। ২০২৫ সালে এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে স্কালোনির দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায়, অ্যাঙ্গোলার বিপক্ষেই হবে তাদের এই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
দুই দলের স্কোয়াড আপডেট
অ্যাঙ্গোলার সম্ভাব্য একাদশ
গোলবারে থাকবেন অভিজ্ঞ নেবলু। রক্ষণভাগে ক্লিনটন মাতা, ডেভিড কারমো, কিয়ালোন্ডা গ্যাসপার ও তো কার্নেইরো। মাঝমাঠে ফ্রেডি ও বেনি, আক্রমণে লুভুম্বো, বেনসন, মিলসন ও স্ট্রাইকার মাবুলুলু নেতৃত্ব দেবেন সামনের সারিতে।
অ্যাঙ্গোলা (সম্ভাব্য একাদশ):
নেবলু; মাতা, কারমো, গ্যাসপার, কার্নেইরো; ফ্রেডি, বেনি; লুভুম্বো, বেনসন, মিলসন; মাবুলুলু।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা স্কোয়াডে কিছু পরিবর্তন এসেছে। হলুদ জ্বরের টিকাকরণ সম্পন্ন না করায় জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে দল থেকে বাদ পড়েছেন। হাঁটুর চোটে বাইরে এনজো ফার্নান্দেজ।
তাদের বদলে দলে এসেছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স) এবং কেভিন ম্যাক অ্যালিস্টার (অ্যালেক্সিসের ভাই)। অধিনায়ক লিওনেল মেসি একাদশে থাকছেন। গোলবারে থাকবেন জেরোনিমো রুলি, কারণ নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্রামে থাকছেন।
আর্জেন্টিনা (সম্ভাব্য একাদশ):রুলি; ফয়থ, রোমেরো, ওটামেন্ডি, তাগ্লিয়াফিকো; পাজ, ম্যাক অ্যালিস্টার, লো সেলসো, আলমাডা; মেসি, মার্টিনেজ।
স্কোরলাইন পূর্বাভাস
ফিফা র্যাঙ্কিংয়ে অ্যাঙ্গোলার চেয়ে ৮৭ ধাপ এগিয়ে থাকা আর্জেন্টিনা স্পষ্টতই ফেভারিট। মেসি ও তার দল বছরের শেষ ম্যাচটি জয়ের মাধ্যমে শেষ করতে চাইবে। আক্রমণভাগের ধারাবাহিকতা ও গভীরতা বিবেচনায় আর্জেন্টিনা বড় ব্যবধানে জয় পেতে পারে।
সম্ভাব্য ফলাফল: অ্যাঙ্গোলা ০–৩ আর্জেন্টিনা
ম্যাচ শুরু: শুক্রবার রাত ১০টা (বাংলাদেশ সময়)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি