ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

মিডিয়া-বাসায় দুই মুখ, দলের ভেতরে অস্থিরতা: আব্দুল কাদেরের ক্ষোভ

২০২৫ নভেম্বর ১১ ১২:৪৬:৫০

মিডিয়া-বাসায় দুই মুখ, দলের ভেতরে অস্থিরতা: আব্দুল কাদেরের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের সম্প্রতি একটি উদ্বেগজনক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘একটি দলের নেতারা দিনের বেলায় নানা উসকানিমূলক মন্তব্য করে মিডিয়ায় জনমত প্রভাবিত করেন, কিন্তু রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দিচ্ছেন।’ কাদের আরও জানিয়েছেন, গত ১৫ দিনের মধ্যে মিডিয়ায় গলাবাজি করা সেই নেতা এবং তার ইমাম মোট ২০টি আসনের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় তিনবার, আর মির্জা ফখরুল ইসলামের বাসায় একবার ধরনা দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন আব্দুল কাদের। তিনি বলেন, ‘আসন সমঝোতার ক্ষেত্রে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ওই নেতা আত্মতৃপ্তি অর্জন করতে চাইছেন। গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, কিন্তু তারা বিশেষ আসনের জন্যই ইমামদের নিয়ে ঘুরছেন। মিডিয়ায় গালিগালাজ করছেন, বাসায় বসে আলোচনায় অংশ নিচ্ছেন, তবু আসন মেলছে না।’

কাদের আরও বলেন, ‘বন্ধু-বান্ধব বলে একদিকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, অন্যদিকে দলকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। কিছু মানুষ কুক্ষিগত মনোভাব দিয়ে দলের ক্ষমতা সীমিত করছে। নিজের আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই, কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। ২০ জনের জন্য যে আসন তালিকা চাওয়া হয়েছিল, তা তিনি এখন প্রকাশ করছেন না। দলের মধ্যে মাইনাস রাজনীতি ও কোরামবাজির কারণে বাকিদেরও সজাগ থাকা জরুরি।’

এই মন্তব্যগুলো রাজনৈতিক আলোচনায় নতুন উত্তাপ সৃষ্টি করেছে। আব্দুল কাদের অভিযোগ করেছেন যে, দলীয় নেতৃত্বের মধ্যে ক্ষমতার ঘাটতি এবং অসংলগ্ন মনোভাব কেবল রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে, বরং দলীয় শৃঙ্খলাও দুর্বল করছে।

তিনি সতর্ক করেছেন, দলের ভেতরে এই কুক্ষিগত পরিস্থিতি এবং আসনের জন্য চাপে থাকা প্রক্রিয়া যদি চলতে থাকে, তাহলে তরুণ নেতাদের রাজনৈতিক অংশগ্রহণ ও ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হবে।এই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে অভ্যন্তরীণ বিদ্বেষ ও ক্ষমতার লড়াই দলের ঐক্যহীনতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত