ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
মিডিয়া-বাসায় দুই মুখ, দলের ভেতরে অস্থিরতা: আব্দুল কাদেরের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের সম্প্রতি একটি উদ্বেগজনক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘একটি দলের নেতারা দিনের বেলায় নানা উসকানিমূলক মন্তব্য করে মিডিয়ায় জনমত প্রভাবিত করেন, কিন্তু রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দিচ্ছেন।’ কাদের আরও জানিয়েছেন, গত ১৫ দিনের মধ্যে মিডিয়ায় গলাবাজি করা সেই নেতা এবং তার ইমাম মোট ২০টি আসনের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় তিনবার, আর মির্জা ফখরুল ইসলামের বাসায় একবার ধরনা দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন আব্দুল কাদের। তিনি বলেন, ‘আসন সমঝোতার ক্ষেত্রে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ওই নেতা আত্মতৃপ্তি অর্জন করতে চাইছেন। গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, কিন্তু তারা বিশেষ আসনের জন্যই ইমামদের নিয়ে ঘুরছেন। মিডিয়ায় গালিগালাজ করছেন, বাসায় বসে আলোচনায় অংশ নিচ্ছেন, তবু আসন মেলছে না।’
কাদের আরও বলেন, ‘বন্ধু-বান্ধব বলে একদিকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, অন্যদিকে দলকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। কিছু মানুষ কুক্ষিগত মনোভাব দিয়ে দলের ক্ষমতা সীমিত করছে। নিজের আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই, কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। ২০ জনের জন্য যে আসন তালিকা চাওয়া হয়েছিল, তা তিনি এখন প্রকাশ করছেন না। দলের মধ্যে মাইনাস রাজনীতি ও কোরামবাজির কারণে বাকিদেরও সজাগ থাকা জরুরি।’
এই মন্তব্যগুলো রাজনৈতিক আলোচনায় নতুন উত্তাপ সৃষ্টি করেছে। আব্দুল কাদের অভিযোগ করেছেন যে, দলীয় নেতৃত্বের মধ্যে ক্ষমতার ঘাটতি এবং অসংলগ্ন মনোভাব কেবল রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে, বরং দলীয় শৃঙ্খলাও দুর্বল করছে।
তিনি সতর্ক করেছেন, দলের ভেতরে এই কুক্ষিগত পরিস্থিতি এবং আসনের জন্য চাপে থাকা প্রক্রিয়া যদি চলতে থাকে, তাহলে তরুণ নেতাদের রাজনৈতিক অংশগ্রহণ ও ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হবে।এই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে অভ্যন্তরীণ বিদ্বেষ ও ক্ষমতার লড়াই দলের ঐক্যহীনতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল